বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

মণিপুরী যুব-মহামেল ২০১৩

বুজন গিরি-গিথানি, ইমা ইন্দল, বেয়াপা- বেইবুনি, মারুপ- মাচাঙ, গাওরাপা- পুরিজেলেই, সৌ- সুমারা হাবিরে থাকহারলেগে সাজারাঙ হমা, হৃদিয়ৌপা থাকাত, বাহানা নুংশি বারো লালফামি থাকাত । যুব- মহামেলে পুলদয়াছিলা, পাঙলাক করেছিলা হাবিরে ঝারর পরর বিয়ানকার উন্তিরা রোদগর থাকাত । দি'দিনকার মহামেল লমিলেউ আমার কাম এপাগাউ লম নাইসে হানতে আমি মহামেলর রিপোর্ট হাবিরাঙ থাকরে নারিসি । হাবির পাঙলাকলো তরাকো মহামেলর রিপোর্ট হান দিয়া পারতাঙাই নিংকররাঙ । যেতা প্রত্যক্ষভাবে আমারে পাঙলাক থুয়াছিলা আমি তানুরাঙ কৃতজ্ঞতা হারপৌয়ারাঙ- প্রবীন পুরোহিত শ্রী সুরেন্দ্র কুমার চাটার্জী(মাধবপুর), উপাধক্ষ্য মো আব্দুস শহীদ এমপি (মননীয় চীফ হুইপ), সবিচারপতি এস. কে. সিনহা, বিচারপতি ভবানী প্রসাদ সিনহা, দেবজিৎ সিংহ দেবু (এডিসি, সুনামগঞ্জ), ডা. নন্দকিশোর সিংহ (তিলকপুর), কাজল সিংহ (তিলকপুর), সুজিতা সিনহা বিভা (তিলকপুর), শ্যাম সুন্দর সিংহ (তিলকপুর), সঞ্জিতা সিনহা (তিলকপুর), গৌরহরি সিংহ (তিলকপুর), কৃষ্ণ কুমার সিংহ (ভানুবিল), বাবুসেনা সিংহ (ভানুবিল), সুনীতি সিনহা (ভানুবিল), রবীন্দ্র ব্যানার্জী তেতইগাও), কৃষ্ণ কুমার সিংহ তেতইগাও), ড. রনজিত কুমার সিংহ (ঘোড়ামারা), সমরজিত সিংহ (ঘোড়ামারা), ডা. স্বপন কুমার সিংহ (ঘোড়ামারা), সুশীল কুমার সিংহ (ঘোড়ামারা), শুভাসিষ সিংহ সমীর (ঘোড়ামারা), জ্যোতি সিনহা (ঘোড়ামারা), অশ্বিনী কুমার সিংহ (ঘোড়ামারা), ডা. পরেশ চন্দ্র সিংহ (ধনিটিলা), মনিলাল সিংহ (গোলেরহাওর), নির্মল কুমার সিংহ (গোলেরহাওর), সুজিত সিংহ (মাধবপুর), শ্যাম সিংহ (মাধবপুর), কমলাবাবু সিংহ (মাধবপুর), ডা. পদ্ম মোহন সিংহ (মাধবপুর), ডা. সুকুমার সিংহ বিমল (মাধবপুর), জিতেন্দ্র কুমার সিংহ (মাধবপুর), চন্দ্র কুমার সিংহ (মাধবপুর), চাদ মুরারী সিংহ স্বপন (মাধবপুর), বিশ্বজিত সিংহ (মাধবপুর), বাবুল সিংহ (মাধবপুর), উপেন্দ্র কুমার সিংহ (মাধবপুর), সঞ্জয় কুমার সিংহ (মাধবপুর), নির্মল কুমার সিংহ (মাধবপুর), প্রদীপ কুমার সিংহ বাবুল (মাধবপুর), হেমন্ত কুমার সিংহ (মাধবপুর), সুবাস কুমার সিংহ (মাধবপুর), সজলকান্তি সিংহ (মাধবপুর), ধীরেন্দ্র কুমার সিংহ (ডালুয়া), সংগ্রাম সিংহ (ডালুয়া), মিহিরলাল সিংহ (ডালুয়া), দেবাশীষ সিংহ (ডালুয়া), রনজিত সিংহ (বিশগাও), সমরজিত সিংহ (ধরমনগর), সন্তোষ সিংহ (শিলচর), কো. বিজয় সিংহ (গৌহাটি), মনিষা সিনহা (গৌহাটি), ভৈরব সিংহ (কৈলাসহর), এড. বীরেশ্বর সিংহ (কৈলাসহর), অবিরাম সিংহ (কৈলাসহর), অনিল সিংহ (কৈলাসহর), সুমন বড়ুয়া (চট্টগ্রাম), উত্তম সিংহ (আমেরিকা), সত্যজিৎ সিংহ (আমেরিকা), আরাকৌ কমলগঞ্জ থানার হাব্বি আমার মানু কৃষি অফিসার বারো নমিতেগা বামুন- ভান্ডারী- সেবারী (হাবির নাঙ হান্নাপাসি)। বারো সংগঠনরমা- মণিপুরী ললিত কলা একাডেমী (মাধবপুর), বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি, বিএমডিএ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাধ্যমিক শিক্ষক সমিতি, মহারাসলীলা সেবা সংঘ (জোড়ামান্ডপ), শিব মন্দির কমিটি (শিববাজার), মণিপুরী থিয়েটার, পৌরী, মণিপুরী গবেষনা পরিষদ, ডেসটিনেশন, বিএমডাব্লিউসিএ, আনবিটেন ক্লাব (মাধবপুর), মাইনরিটি ফ্রেন্ডস (মাধবপুর), নবারুন সংঘ (তিলকপুর), মিঙাল ব্যান্ড (মাধবপুর), বামযুকস (বিশগাও শাখা) বারো বামযুকস (মাছিমপুর শাখা) । এপ্পাগা নাঙ আরতা মনে নাপরের, নিংশিঙ ইলে পিছেদে যোগ করতাঙাই ।
“অনুরোধ ঃ” ফেইসবুকে বিভিন্ন আইডিত্ব বেযানে লিখতারা উতা আমআর আখিতউ পরিল । ফেইসবুকে অনেক হবা-হবানেয় য়ারি অর, য়ারিথিপা হাবিরে থাকাত । নুয়া খংচেল বুলিয়া আইডি আগোয় ধারাবাহিক রিপোর্ট আহান ইকরেছে, থাকাত থাইল । হাবিরাং হেইচা আহান য়ারি নাবে পথগোদে না সাল করে দিও । কর্ম আহান করলে ভূল নাথানি ওহান ঔনা, হানতে যেতা ভূল ইছে ঔতা আমারত বারো হবা ঔতা হাবি বা মেল এহান যতহা্ন স্বার্থক ইছে ঔতা হাবি গিরি- গিথানি হাবিরকা । পিছেদে আরাকৌ পোস্ট আহিতৈ......... জয় ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ।
নিবেদনে ,
দেবাশীষ সিংহ
সাধারণ সম্পাদক ,
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

যুব মহামেল আরম্ভ ইল আজিকা বিয়ান দশ ঘটিকার দিকে । আজিকা যেতাই য়ৌও দেনা নয়ারিসি অতাই ফটো গি চেয়া সন্তুষ্ট থাইক । আজিকা তুলানি ইসে ফটোগেলারী ...
image
image
image
image
image
image
image
আহিব কালি হাবি য়ৌওদেনার পাঙ্গীনা আহান করিক বারো হাবিয়ে পাঙলাক করানির আহবান থাইল ।

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

image

দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক মণিপুরী যুব উৎসব ‘যুব মহামেল’
ইথাক বাংলা ডেস্ক :

বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে মণিপুরীদের আন্তর্জাতিক যুব উৎসব ‘যুব মহামেল’। বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি আয়োজিত দুদিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ (১৪ নবেম্বর ২০১৩) বৃহস্পতিবার থেকে। এতে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকার মণিপুরীরা ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের মণিপুরীরা অংশ নিচ্ছেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরস্থ মণিপুরী ললিতকলা একাডেমী ও রাসলীলা মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে।
নিজস্ব ভাষা, সাহিত্য-সংস্কৃত ি রক্ষা ও বিকাশের লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী দিন আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর উদ্বোধনী ও জাগরণী সংগীতের মাধ্যমে যুব উৎসবের মঞ্চে আনুষ্ঠানিক সূচনা করা হবে। মণিপুরী ভাষায় উদ্বোধনী সংগীত ‘একতা শান্তি অগ্রগতি এহানিরে করিয়া মূলনীতি......’ গাইবেন বেতার শিল্পী সুনীতি সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুব উন্নয়ণ অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমণি। বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক ও কথাসাহিত্যিক গোলাম শফিক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অরুণা বিশ্বাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল ঘোষ, স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা: গৌরমণি সিংহ, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি সুজিত সিংহ রেনু, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটির সভাপতি, শিক্ষাবিদ হেমকান্তি সিংহ, সাধারণ সম্পাদক ডা: সুশান্ত সিংহ তপু। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘মাতৃভাষা ও সাহিত্য’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। মণিপুরী গবেষণা পরিষদের সভাপতি জীতেন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক ড. রণজিত সিংহ। প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী। সেমিনার শেষে দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মণিলাল সিংহের সঞ্চালনায় ‘২০২১ সালে আমাদের সমাজের লক্ষ্যমাত্রা-সহ ¯্রাব্দ উন্নয়ণ লক্ষ্যমাত্রা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ‘সমাজে নারীর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিশিষ্ট নারীনেত্রী রেনুবালা সিংহের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: পুলিন কুমার সিংহ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গোবর্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিতা সিনহা। এছাড়াও পরদিন শুক্রবার সকাল ১০টায় ‘সমাজের সমস্যা নিরুপণ ও করণীয়’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা ২টায় যুব প্রতিজ্ঞা। বিকেল ৩টায় ‘আমাদের সংস্কৃতি’ বিষয়ে সেমিনার এবং বিকেল ৫টায় সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসব সফল করে তুলতে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ‘যুব মহামেল ২০১৩’র আহ্বায়ক উপেন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ। প্রয়োজনে যোগাযোগ- উপেন্দ্র কুমার সিংহ-
আহ্বায়ক- ০১৭১৭৭২১৭৭২ নিখিল কুমার সিংহ-
সভাপতি,বামসকস- ০১৭১০০৪১৬০৯ দেবাশীষ সিংহ-
সাধারণ সম্পাদক,বামসকস- ০১৭২৩৬৭৯৩১৫
Copywrite @ Moipong (Manipuri Procher Kuss)

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

image
মহামেলর এলাহানি ইন্টারনেটে উন্মুক্ত অইল । এপাগাই ডাউনলোড করিক ...
তলহার লিংক অহাত ক্লিক করিক । Audio Summary ঃ
Total Track Number ঃ 4
Formet ঃ mp3,
Frequency ঃ 44100 Hz,
Quality formet ঃ stereo,s16p
Music Quality ঃ 192 kb/s
Music Album: Jubo Mohaa Mel [SurojitMedia.Tk]
Music Artist: Suniti Sinha [SurojitMedia.Tk] এলা নং ১ ঃ
“আহো আজি হাবিহান ঃ”
Download Link ঃ [Download]
এলা নং ২ ঃ
“সালইক সাইক সালইক আজি ঃ”
Download Link ঃ [Download]
এলা নং ৩ ঃ
“যুব কল্যাণ সমিতি ঃ”
Download Link ঃ [Download]
এলা নং ৪ ঃ
“আহ আজি পালে পালে ঃ”
Download Link ঃ [Download]
এলাহানি হবাপেইলে কথা আহান মাতেদিক বারো হাবিরাং এলাহানি শেয়ার করেদিক । আরাকও ফরমেটে এলাহানি পানা হাদাপেইলে এহাত ক্লিক করিক । ধন্যবাদান্তে ,
সুরজিত সিংহ [সৌর]

রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

“JUBO MOHAA MEL” অর এলা রেডি ইতে যারগা । আজিকা এলা রেকর্ডিং অইল । আহাবি পৌরুর দিকে মহামেলর এলা মুক্তি পেইতই ।
এলা হানি হংকরেসেগো বারো শুরকারগো অইলতাই [অশ্বিনী কুমার সিংহ] বারো এলাহানি দেসেতাই “সুনীতি সিনহা” ই ।
এলা হানির lyrics হানি এপাগা চেইক ঃ
পইলাকার এলাহার কলি ঃ
আহো হাবি পালে পালে ,
বিষ্ণুপ্রিয়া ইমার ফিরাল তলে ,
রহেই মইপঙ বাজেই শেম্বং ,
নাচেই ঢাকর তালে তালে ,
এরে যুব মহামেলে (হাবিয়া) ...

নুয়া মিঙালে ঙালকরিক ইমারে ,
নুয়া দিনর দেহিক হপন ,
নুয়া করিয়া হাজিক জীবনহান ,
ইঙাল ঙালক হাবির মন ,
নুয়া খেন্তামে হারৌপার ইথাক ,
বাহক হাবির মনে মনে ,
এরে যুব মহামেলে (হাবিয়ে) ...

নুয়া করিয়া শেঙকরিক নিজরে ,
নুয়া রঙে রাঙিক মন ,
নুয়া বানালো হাজিক হৃদিগো ,
নাথায়া কাটার বন ,
নুয়া মাতামে মলয়ার বৌহান ,
লাগক কোনা কুনচেলে ,
এরে যুব মহামেলে (হাবিয়ে) ....


দ্বিতীয় এলাহান ঃ

একতা শান্তি অগ্রগতি ,
এহানিরে করিয়া মূলনীতি ,
নিজর মিঙালে ঙালইক বুলিয়া ...
পুলসি আমি হাবি ,
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ....


দুনিয়ার মানু হাবি হজাক অসি ,
আমি কিয়া এবাকাও ঘুমে আসি ,
গায়িত পাঙলাক নেয়া না বুদ্ধি নেয়া ...
থায়তাঙাই পরিয়া আপাঙ অয়া ,
(আজি) সালই মুঙেদে ফিরাল আতে ,
সমাজেতো মাঙকরিক দূর্নীতি ,
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ....


দলা দলি কৌলি গালিত বুরদিয়া আসি ,
এতা করিয়া কুঙগই গজে কাসি ...
(আজি) মনর অকচাক হাবি হুরেয়া ,
ইমারে ঙালকরিক হাবিয়ে তিলয়া ,
(আজি) ওয়াশাক করিক এরে দিনে ,
ইমার নিঙে লাগিক সেন্দাবর্তী ....
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ....


তৃতীয় এলাহান ঃ

সালৈক সালৈক সালৈক আজি বিষ্ণুপ্রিয়ার শৌ ,
বজ্রর সাদে হুঙকারিয়া তুলিক ইমার লৌ ,
আজি নুয়া জীবনর নুয়া ঙালে ,
আহো হাবি পালে পালে ,
দেশে দেশে গাঙে গাঙে
, বাগেইক আমার পৌ ...

সূর্য বীর্যে নংপাং অসি ,
আমার এরে জাত ,
অস্ত্র লগে সিংনা খেলার ,
ইস্পাত পারা আত ...
(আজি) কাটার পথহান শেঙকরিয়া ,
য়েকনাপারে তেঙকরিয়া ,
মিঙালর পথে কাকেই কারিক ,
আহিল নুয়া ঢেউ ...
ক্ষত্রিয় আমি অর্জুন প্রভুর ,
আসল বংশধর ,
শাতকরতাঙায় হিলর হাদিত ,
রাঙিয়া আতর ,
(আজি) দলাদলি যত কৌলি বেলেয়া ,
উঠেই হাবি আহি মেলেয়া ,
ইমার নাঙর পালহান তাঙিয়া ,
বাহিক হুনার নো ...।।


চতুর্থ বারো লমইলকার এলাহান ঃ
ঙালকরিক ইমার মেইথঙহান ,
পালকরিক আমার সমাজহান ,
পুরিজেলেই গাওরাপুয়েই ,
আহো আজি হাবিহান ...

থাচীর আধার ফেরে ফেরে ,
আনিক বেলিয়া মিঙাল ,
পরাধিনতার জিণ্জুর পিদিয়া ,
থাইতাঙায় কত কাল ...
আমি আলনাইবাং আমি না হারবাঙ ,
যতদিন থাইতই আমার আতে ,
ইমার ফিরালহান ...

শিক্ষায় দিক্ষায় জাতে সাতে ,
কম নাসি কামে দুমে ,
অতাউ আমি থাইতাঙায় কিয়া ,
আজিকাও নিঘুর ঘুমে ,
আমি আহি মেললাঙ আমি বিশ্ব দেখলাঙ ,
মানুর লগে মাননা ইকগা ,
হংকরিক নিজর লাম ...।।

“যুব মহামেল” অর বার্তন বারো হাবি ইয়ৌওদেনা । হাবিরে থাকাৎ ...
তারিখ - ১০.১১.২০১৩

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

image
Meeting with Majher Goan Branch (কোম্পানিঞ্জ)
“Date ঃ” 11 July 2013
Visit in KumpaniGanj (কোম্পানিঞ্জ) at Majher Gaon.
About “Jubo Mohaa Mel” we would gone in there and successfully done the meeting.Destination in Majher Gaon at perhaps 01ঃ30pm O'clock when we arrived sylhet at 9ঃ30am at Morning.
image
On the other hand, we would success to meet them at a proper time to develop of Jubo Mohaa Mel.
image
We would discuss about Jubo Mohaa Mel and Ther branch committee and their activities.

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

image
যু কল্যাণ সমিতির লগে কোম্পানিগঞ্জের মাঝের গাও শাখার লগে “যুব মহামেল” নিয়া মত বিনিময় সভা । পাঁচ সদস্য বিশিষ্ট টিম আহান নিয়া ঔহাত মত বিনিময় সভার আয়োজন ইসিল ।