বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

image

দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক মণিপুরী যুব উৎসব ‘যুব মহামেল’
ইথাক বাংলা ডেস্ক :

বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে মণিপুরীদের আন্তর্জাতিক যুব উৎসব ‘যুব মহামেল’। বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি আয়োজিত দুদিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ (১৪ নবেম্বর ২০১৩) বৃহস্পতিবার থেকে। এতে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকার মণিপুরীরা ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের মণিপুরীরা অংশ নিচ্ছেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরস্থ মণিপুরী ললিতকলা একাডেমী ও রাসলীলা মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে।
নিজস্ব ভাষা, সাহিত্য-সংস্কৃত ি রক্ষা ও বিকাশের লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী দিন আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর উদ্বোধনী ও জাগরণী সংগীতের মাধ্যমে যুব উৎসবের মঞ্চে আনুষ্ঠানিক সূচনা করা হবে। মণিপুরী ভাষায় উদ্বোধনী সংগীত ‘একতা শান্তি অগ্রগতি এহানিরে করিয়া মূলনীতি......’ গাইবেন বেতার শিল্পী সুনীতি সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুব উন্নয়ণ অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমণি। বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক ও কথাসাহিত্যিক গোলাম শফিক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অরুণা বিশ্বাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল ঘোষ, স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা: গৌরমণি সিংহ, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি সুজিত সিংহ রেনু, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটির সভাপতি, শিক্ষাবিদ হেমকান্তি সিংহ, সাধারণ সম্পাদক ডা: সুশান্ত সিংহ তপু। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘মাতৃভাষা ও সাহিত্য’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। মণিপুরী গবেষণা পরিষদের সভাপতি জীতেন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক ড. রণজিত সিংহ। প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী। সেমিনার শেষে দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মণিলাল সিংহের সঞ্চালনায় ‘২০২১ সালে আমাদের সমাজের লক্ষ্যমাত্রা-সহ ¯্রাব্দ উন্নয়ণ লক্ষ্যমাত্রা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ‘সমাজে নারীর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিশিষ্ট নারীনেত্রী রেনুবালা সিংহের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: পুলিন কুমার সিংহ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গোবর্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিতা সিনহা। এছাড়াও পরদিন শুক্রবার সকাল ১০টায় ‘সমাজের সমস্যা নিরুপণ ও করণীয়’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা ২টায় যুব প্রতিজ্ঞা। বিকেল ৩টায় ‘আমাদের সংস্কৃতি’ বিষয়ে সেমিনার এবং বিকেল ৫টায় সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসব সফল করে তুলতে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ‘যুব মহামেল ২০১৩’র আহ্বায়ক উপেন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ। প্রয়োজনে যোগাযোগ- উপেন্দ্র কুমার সিংহ-
আহ্বায়ক- ০১৭১৭৭২১৭৭২ নিখিল কুমার সিংহ-
সভাপতি,বামসকস- ০১৭১০০৪১৬০৯ দেবাশীষ সিংহ-
সাধারণ সম্পাদক,বামসকস- ০১৭২৩৬৭৯৩১৫
Copywrite @ Moipong (Manipuri Procher Kuss)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন